PGCB SAE (Electrical) Viva Experience
বোর্ডে মোট ৫ জন ছিলেন। শুনেছি ২ জন এক্সটার্নাল। ১ জন ডুয়েটের এবং অন্য জন MIST এর।
সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম। বসতে বললেন। ধন্যবাদ দিয়ে বসলাম।
তারপর প্রশ্ন শুরু করলেন।
০১। আপনার নাম মোঃ আবুল হোসেন?
০২। আপনার বাড়ি কোথায়, কোন উপজেলায়?
০৩। কুমিল্লা কি কোনো তিতাস নামে উপজেলা আছে?
০৪। Introduce yourself in english. (নিজের সম্পর্কে, পড়াশোনা ও পরিবার সম্পর্কে ২ মিনিট বলতে বললেন)।
০৫। ২০১১ সালে ডিপ্লোমা পাস করেছেন। এখন কি করেন? (আমি চাকরী করছি সেটা বলেছি)
০৬। কেন চাকরী ছাড়তে চান?
০৭। পিজিসিবিতে কেন আসতে চান?
০৮। সুইচ গিয়ার কাকে বলে?
০৯। সুইচ গিয়ারের উপাদান গুলো কিকি?
১০। কতগুলো সার্কিট ব্রেকারের নাম বলুন?
১১। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করা হয়?
১২। এয়ার সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করা হয়?
১৩। গ্যাস সার্কিট ব্রেকারে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়? এটি কোথায় ব্যবহার করা হয়?
১৪। সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের মধ্যে পার্থক্য কি?
১৫। Transmission Line এর ভোল্টেজ স্টেপ গুলো কিকি?
১৬। বাংলাদেশের রেটেড ফ্রিকুয়েন্সি কত?
১৭। Under frequency এবং Over frequency কাকে বলে?
১৮। ফ্রিকুয়েন্সি কত পারসেন্ট বৃদ্ধি পেতে পারে?
১৯। ভারতের ফ্রিকুয়েন্সি কত?
২০। কন্ডাকটিভিটি কার বেশী? কপার না এলুমিনিয়াম?
২১। এইচটি পরিবহন লাইনে এলুমিনিয়াম ব্যবহার করা হয় কেন?
২২। বাসাবাড়ির ওয়্যার গুলোতে কপার ব্যবহার করা হয় কেন?
২৩। পরিবহন লাইনে হাই ভোল্টেজ ব্যবহার করা হয় কেন?
২৪। গ্রিড সাব স্টেশনে কোন ধরনের লাইটনিং এরেস্টার ব্যবহার করা হয়?
২৫। বাসাবাড়িতে কোন ধরনের লাইটনিং এরেস্টার ব্যবহার করা হয়?
আরো কিছু প্রশ্ন জিঙ্গেস করেছিল। সব মনে নাই।
#SAE Viva Experience PGCB
#EEE Viva Tips
EEE Job Preparation এর জন্য অনেক সময় আমরা অন্যের রিয়েল ভাইভা অভিজ্ঞতা শেয়ার করি। এই লেখাটি ফেসবুক থেকে সংগ্রহ করা, এই লেখা প্রকাশ করাতে লেখকের কোন অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন তাহলে পোস্টটি সরিয়ে ফেলা হবে। বা নামসহ প্রকাশ করার অনুমতি দিলে নামসহ প্রকাশ করা হবে। আমাদের জানান- eeebdtips@gmail.com